টানা দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ধুঁকছিল। তবে আবারও দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন তরুণ রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ১৩ বলে ২৬ রানের পর, দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেললেন মাত্র ১৪ বলে ৩৯ রানের এক বিধ্বংসী ইনিংস। এই ইনিংসের সৌজন্যে রিশাদ গড়লেন বাংলাদেশের হয়ে কমপক্ষে ১০ বল খেলা ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান করার নতুন রেকর্ড। ৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো রিশাদের ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের যৌথভাবে ধরে রাখা পুরোনো রেকর্ড। এত দিন রেকর্ডটি ছিল মাশরাফির দখলে, যিনি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ৪৪ রান করেছিলেন। তার সেই ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে, ২০১৪ সালের এশিয়া...