নোবেল পুরস্কারকে বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রতীক হিসেবে গণ্য করা হয়। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই পুরস্কার আধুনিক সময়ের যুগান্তকারী সব আবিষ্কার ও আবিষ্কারকদের সম্মানিত করেছে। যদিও অনেক প্রতিভাবান বিজ্ঞানী ও উদ্ভাবকের কাজকে উপেক্ষা করা হয়েছে বলেও সমালোচনা রয়েছে। নোবেল পাননি—এ তালিকায় স্টিফেন হকিংয়ের নাম বলা যায়। বিংশ শতাব্দীর অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর প্রধান কাজ ব্ল্যাকহোল–সম্পর্কিত তত্ত্ব। সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম মেকানিকসের মধ্যে তাঁর কাজ কার্যকরভাবে সংযোগ স্থাপন করেছিল। তিনি ‘হকিং রেডিয়েশন’ তত্ত্বের প্রস্তাব করেন, যেখানে ব্ল্যাকহোল থেকে কণা নির্গত হতে পারে। তাঁর বিভিন্ন তত্ত্ব নোবেল পুরস্কারের যোগ্য বলা হয়। যদিও পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার সাধারণত এমন আবিষ্কারের জন্য দেওয়া হয় যা পরীক্ষামূলকভাবে সরাসরি প্রমাণিত হয়। হকিং রেডিয়েশনের পরীক্ষামূলক প্রমাণ তাঁর জীবদ্দশায় সম্ভব হয়নি।...