ব্যক্তি যেমন ভাল বা মন্দ হতে পারে, একটি রাষ্ট্রও তেমন হতে পারে। উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্র ছাড়াও হতে পারে একনায়কতান্ত্রিক বা গণতান্ত্রিক, সন্ত্রাসী বা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংস্কৃতিবিদ্বেষী বা সংস্কৃতিবান্ধব, জাতিবিদ্বেষী বা বহু জাতির মিলনকেন্দ্র, এমনকি ব্যর্থ বা সফল। রাষ্ট্রগুলো নিয়ে কিছু ক্ষেত্রে আনুষ্ঠানিক ও অনেকক্ষেত্রে অনানুষ্ঠানিক নানারকম মূল্যায়ন বিশ্বব্যাপী প্রচলিত আছে। এসব মূল্যায়ন একেকজন একেকভাবে করে থাকে। যেমন যুক্তরাষ্ট্র তার নিজের মত করে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা করে থাকে। অনেকে আবার যুক্তরাষ্ট্রকেই সন্ত্রাসী ও সন্ত্রাসের মদতদাতা বলে মনে করে। আবার অনেকক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিছু মূল্যায়নও আছে। এখন পর্যন্ত রাষ্ট্র ও তার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব মূল্যায়ন আছে তা রাষ্ট্রের অভ্যন্তরীণ পারফরম্যান্স। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিখ্যাত জিডিপি বা মোট জাতীয় উৎপাদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই সূচক দেশে দেশে...