আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের সীমান্ত পারের বিমান হামলায় নিহত তিন তরুণ আফগান ক্রিকেটার কবির আগা, সিফগাতুল্লাহ এবং হারুনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ এবং জাতীয় দলের খেলোয়াড়রা। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন। এসিবি তাদের এক্স (X) অ্যাকাউন্টে ছবি শেয়ার করে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছে, ‘এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ, জাতীয় দলের খেলোয়াড় রহমত শাহ, জহির খান, ফরিদ মালিক এবং শাবির নূরিসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা গতকাল (সোমবার) পাকতিকা প্রদেশ সফর করেছেন। তারা সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় শহীদদের পরিবারের সাথে দেখা করেন। ’ সফরকালে আশরাফ এবং প্রতিনিধিদল শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তাদের আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন। মিরওয়াইস...