প্রশ্ন:অমুসলিম (অন্য ধর্মাবলম্বীদের) হাতে রান্না করা খাবার মুসলমানদের জন্য খাওয়া কি শরীয়তসম্মতভাবে বৈধ? উত্তর:ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মুসলমানদের হালাল খাবারের মূলনীতি একেবারে পরিষ্কার। খাদ্যের উৎস এবং উপাদান হতে হবে হালাল ও পবিত্র। প্রস্তুতকারী বা রান্নাকারী ব্যক্তির ধর্মীয় পরিচয় এখানে মুখ্য বিষয় নয়; যতক্ষণ না তিনি খাবারে কোনো হারাম বস্তু মিশ্রিত করেন। অমুসলিমদের হাতে রান্না করা সব ধরনের সাধারণ খাবার (যেমন: ভাত, রুটি, সবজি, ফল, মিষ্টি ইত্যাদি) মুসলমানদের জন্য খেতে কোনো বাধা নেই। যদি সেই খাবারের উপাদানসমূহ সবই হালাল ও পবিত্র হয়, এবং নিশ্চিতভাবে তাতে কোনো হারাম বা নাপাক বস্তু মেশানো না থাকে, তাহলে তা খাওয়া বৈধ। পবিত্র কুরআনে আল্লাহ্ তা‘আলা বলেছেন: আজ তোমাদের জন্য সব পবিত্র বস্তু হালাল করা হয়েছে। আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল, এবং তোমাদের...