মিরপুরের স্পিন স্বর্গে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের ঘূর্ণিতে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। শেষদিকে ঝড় তুলেছেন রিশাদ হোসেন। চার-ছক্কায় ঝড় তুলে দারুণ রেকর্ডের মালিকও হয়েছেন টাইগার লেগ স্পিন-অলরাউন্ডার। রিশাদ যখন ব্যাটে নামেন, বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৬৩ রান। ইনিংসের বাকি ছিল ২৪ বল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গী করে তাণ্ডব চালান রিশাদ। দলের সংগ্রহ টেনে নেন ২১৩ রানে। তিনটি করে চার ও ছক্কায় ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ঝড়ো ব্যাটিং চালিয়ে ২০ বছর আগের এক রেকর্ড ভেঙেছেন রিশাদ। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে অন্তত ৩০ রান করাদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড এখন রিশাদ হোসেনের। ২৭৮.৫৭ স্ট্রাইকরেটে ১৪ বলে...