এশিয়া কাপ ক্রিকেট শেষ হয়েছে মাস হতে চলল। এটির নাটকীয়তার শেষ যেন হচ্ছেই না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ভারত দল ট্রফি নেয়নি, এটি পুরনো খবর। ট্রফি ছাড়াই দেশে ফিরে গেছে তারা। অবশেষে ট্রফিটি চাইছে ভারত, এসিসির কাছে বার্তা পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। জবাবে নাকিভ বলেছেন, ট্রফি নিতে হলে ভারত দলকে দুবাই এসে নিতে হবে। এশিয়া কাপের গত আসরটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে চ্যাম্পিয়ন ভারত ট্রফি নেয়নি। ট্রফিটি পেতে এসিসির সভাপতি নাকভি বরাবর ইমেইল পাঠিয়েছে বিসিসিআই। লিখেছে, আমাদের প্রাপ্য ট্রফি আমাদের কাছে হস্তান্তর করা হোক। জবাব এসেছে এসিসি থেকে। সভাপতি নাকভি বলেছেন, এশিয়া কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না। ভারতীয় কর্মকর্তা এবং খেলোয়াড়দের এটি সংগ্রহ করতে দুবাই আসতে হবে। দুবাইতে একটি বিশেষ অনুষ্ঠানের...