জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনেও ঝড় তুলেছেন সামিউল ইসলাম রাফি। গড়ছেন একের পর এক রেকর্ড। বাংলাদেশ নৌবাহনীর এই সাঁতারু এদিন চার ইভেন্টে সেরা হয়েছেন রেকর্ড গড়ে। মিরপুরের সুইমিংপুলে মঙ্গলবার আলো ছড়িয়েছেন রোমানা আক্তারও, গড়েছেন দুটি রেকর্ড। এই দিনে মোট সাতটি রেকর্ড হয়েছে। প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রেকর্ড গড়া রাফি দ্বিতীয় দিনে রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরুর করেন ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলে দিয়ে। গত বছর নিজের গড়া রেকর্ডটি ভাঙতে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৮ দশমিক ৯২ সেকেন্ড। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে রাফি ভাঙেন ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড (২৫ দশমিক ৬৯ সেকেন্ড)। এরপর ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ১২ বছর আগে মাহফিজুর রহমানের গড়া রেকর্ড (৫২...