মৌসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুল। ক্লাবটির কঠিন এই সময়ে অ্যানফিল্ডে সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের ফেরার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে চর্চা। তাহলে ‘প্রিয় দলের’ দুঃসময়ে কি ফিরবেন তিনি?-এমন প্রশ্নের উত্তরে জার্মান কোচ বললেন, তাত্ত্বিকভাবে সেটা অসম্ভব নয়। তবে ক্লপের দৃঢ় বিশ্বান, আর্না স্লটের কোচিংয়ে শীঘ্রই কক্ষপথে ফিরবে লিভারপুল। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ মোট ৮টি ট্রফি জিতিয়েছেন ক্লপ। অ্যানফিল্ডে সফল ৯টি বছর কাটিয়ে ২০২৩-২৪ মৌসুম শেষে দলটিকে বিদায় জানান তিনি। ‘দা ডায়েরি অব এ সিইও’ পডকাস্টে পুরনো দায়িত্বে ফেরার সম্ভাবনার প্রশ্নে নিজের অভিমত জানান ক্লপ। “আমি বলেছিলাম, ইংল্যান্ডে অন্য কোনো দলে কোচিং করাব না। তাই যদি (আমি দেশটিতে ফিরে যাই), সেটা হবে লিভারপুলেই। সুতরাং হ্যাঁ, তাত্ত্বিকভাবে এটা সম্ভব।” ৫৮ বছর বয়সী এই জার্মান...