জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, গোলাম পরওয়ার 'ঔদ্ধত্যমূলক' বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা 'অসদাচরণ' হিসেবে আখ্যায়িত করেছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের অবশ্য বলেছেন, গোলাম পরওয়ার 'বাই দা বাই' কিছু কথা বলেছেন, তবে তিনি কোনও দল বা ব্যক্তির নাম নেননি। বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 'অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে জামায়াতে ইসলামী ও তখনকার সমন্বয়কদের মধ্যে বরাবর হৃদ্যতাপূর্ণ সম্পর্কই দেখা গেছে। এমনকি সমন্বয়কদের মধ্য থেকেই কয়েকজন পরবর্তীতে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভও করেছেন। এছাড়া শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের অনেকে পরোক্ষভাবে 'জামায়াত বা শিবিরেরই লোক'...