আজকের রাতটি যেন এক জাদুকরী অভিজ্ঞতার রাত হতে চলেছে। আকাশজুড়ে দেখা মিলবে এক বিরল মহাজাগতিক দৃশ্যের— ওরিয়নিড উল্কাবৃষ্টি। বাংলাদেশ থেকেও এই উল্কাবৃষ্টি দেখা যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো। আমেরিকান মেটিওর সোসাইটির তথ্য অনুযায়ী, প্রতি বছর ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ওরিয়নিড উল্কাবৃষ্টি দেখা যায়। তবে ২০ থেকে ২১ অক্টোবর হলো এটি দেখার সবচেয়ে উপযুক্ত সময়। এ বছর উল্কাবৃষ্টির সময় অমাবস্যা থাকায় আকাশ থাকবে সম্পূর্ণ অন্ধকার। চাঁদের আলো না থাকায় উল্কাগুলোর আলোর রেখা আরও স্পষ্ট ও উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। নাসা জানিয়েছে, এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে হলে শহরের আলোকদূষণ থেকে দূরে যেতে হবে। শহরের আলো উল্কার ম্লান রেখাগুলো ঢেকে দেয়। তাই গ্রামের খোলা মাঠ, নদীর পাড় বা পাহাড়ি কোনো নির্জন জায়গা থেকে দেখা সবচেয়ে উপযুক্ত। উল্কাবৃষ্টি সবচেয়ে উজ্জ্বল অবস্থায়...