ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকায় দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত এই বৈঠকে গণঅধিকার পরিষদের তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাশেদ খান বলেন, ‘আইআরআই-এর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা জানিয়েছি, ইতোমধ্যে গণঅধিকার পরিষদ ৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং চলতি মাসের মধ্যেই আরও ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও জানান, আইআরআই প্রতিনিধি দল সরকারের নির্বাচন আয়োজন সম্পর্কেও তথ্য জানতে চায়। রাশেদ খান বলেন, ‘আমরা জানিয়েছি, সরকার ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ধরে নির্বাচনের রোডম্যাপ...