আসছে ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলা নিয়েও চলছে আলোচনা। ঘরে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে আশাবাদী লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া। বললেন, এটি হতে চলেছে বছরের সেরা ম্যাচ। মঙ্গলবার একটি কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল। স্বাক্ষর অনুষ্ঠানে ভারত ম্যাচ প্রসঙ্গেও কথা বলেছেন। বলেছেন, ‘মনে এটা এই বছরের সবচেয়ে বড় খেলা হবে। অনেক বছর পর আমরা হোমে ভারতের বিপক্ষে খেলব। ম্যাচে সমর্থকরা মাঠে এসে আমাদের উজ্জীবিত করবেন।’ ‘বাংলাদেশের ফুটবল খেলায় এখন গ্রাম কিংবা শহর সব জায়গা থেকে দর্শক মাঠে এসে খেলা দেখতে চায়। সবকিছু মিলিয়ে মনে করি, এটা বছরের সেরা ম্যাচ হতে চলেছে।’ এর আগে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিলেন জামাল-হামজা চৌধুরীরা। ফিরতি...