রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে একযোগে ১১টি স্থানে এসব মিছিল হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের অভিযানে অন্তত ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, মিছিল চলাকালে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কেউ কেউ মিছিল থেকে, আবার কেউ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আটক হন। প্রত্যেক স্থানে মিছিলে অংশ নেন পাঁচ থেকে ত্রিশ জন পর্যন্ত নেতা–কর্মী। পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে আওয়ামী লীগ কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পল্টন থানা পুলিশ বায়তুল মোকাররমের সামনে থেকে মো. ওয়াসিম (৪০) ও মো. ফয়সাল (৩০) নামের দুই...