এশিয়া কাপ ট্রফি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি এখনও শিরোপাটি নিজের কাছে আটকে রেখেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই বিষয়ে নকভিকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাকে অবিলম্বে ট্রফিটি ভারতের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে, অন্যথায় আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে সতর্ক করা হয়েছে। মূল বিতর্কের সূত্রপাত হয় দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালের পর। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নকভির ভূমিকার কারণে ভারতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর নকভি, যিনি পিসিবির চেয়ারম্যানও বটে, ট্রফিটি অনুষ্ঠানস্থল থেকে নিয়ে গিয়ে দুবাইয়ে নিজের অফিসে তালাবদ্ধ...