আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশের স্পিন আক্রমণের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় বলেই নাসুমের স্পিনঘূর্ণিরতে পরাস্ত হন ওপেনার ব্র্যান্ডন কিং। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। সেই মোমেন্টাম অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টাইগার বোলারদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ানরা। দ্বিতীয় উইকেটে জুটিতে ৫১ রান তুলে ফেলেছিলেন কেসি কার্টি আর আলিক আথানেজ। এরপর ১৪তম ওভারে আক্রমণেই এসেই বাংলাদেশকে উইকেট এনে দেন রিশাদ। ওপেনার আথানেজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে ৪২ বলে ২৮ রান করেন এই ক্যারিবিয়ান ওপেনার। ১৪ ওভার শেষে ২ উইকেটে ৫৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে বল করতে নেমে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করে তারা। এরপর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে...