আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের এক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিফগাতুল্লাহ এবং হারুন। উরগুন জেলায় চালানো এই হামলায় মোট আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এই ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদে আফগানিস্তান আসন্ন পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বিমান হামলার দায় স্বীকার করা হয়নি। বরং পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায় থেকে আফগানিস্তানের কাছে প্রমাণ চাওয়া হয়েছে। জবাবে প্রমাণ থাকার দাবি করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এএনআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদা'ত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, যা আমাদের মিডিয়া টিমের তৈরি...