ফ্যাসিবাদী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে তিনি জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ২০২৪ সালের ১৯ জুলাই বিজিবির গুলিতে প্রাণ হারানোর পর এক নিষ্পাপ শিশু রাস্তায় পড়ে থাকে। যেটি মূলত রামপুরার বনশ্রী আবাসিক এরিয়ার এফ ব্লক এলাকার ঘটনা ছিল। ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে এনসিপি নেতা শিশির লেখেন— ‘রক্তাক্ত জুলাই। খুনিদের বিচার চাই। আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টার দাতঁ ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।’আরও পড়ুনআরও পড়ুননুরের ওপর হামলার তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল এর আগে, ১৯ অক্টোবর দেওয়া এক পোস্টে তিনি...