রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। দিনের শুরুতে পাকিস্তান ছিল ৫ উইকেটে ২৫৯ রানে, বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। কিন্তু মহারাজের ঘূর্ণি জাদুতে মুহূর্তেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। আগের দিন ২ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার শুক্রবার সকালে তুলে নেন বাকি পাঁচটি উইকেট, তাও মাত্র ১৭ রানের ব্যবধানে। এর ফলে পাকিস্তান গুটিয়ে যায় ৩৩৩ রানে। ইনিংসের সর্বোচ্চ রান আসে অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে (৮৭)। ওপেনার আব্দুল্লাহ শফিক (৫৭) এবং সৌদ শাকিল (৬৬) করেন দুটি অর্ধশতক। তবে দলের কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। মহারাজ ১০২ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট— যা তার টেস্ট ক্যারিয়ারের ১২তম পাঁচ উইকেট শিকার। যদিও তার সেরা বোলিং ফিগার ২০১৮ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে (৯/১২৯)। পাকিস্তানের ইনিংস...