মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ এক ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে। ওয়ানডের ৫৪ বছরের ইতিহাসে প্রথম কোন দল এই ইতিহাস গড়ল। ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। তিনবার ইনিংসে ৪৪ ওভার করে বল করেছিলেন দলটির স্পিনাররা। সেই রেকর্ড ভেঙে ওয়েস্ট ইন্ডিজ যে রেকর্ড গড়ল, তা পেরিয়ে যাওয়ার আর সুযোগ থাকল না, কেবল স্পর্শই করা সম্ভব এদিনের রেকর্ড। এক ওয়ানডেতে আগে শুধুমাত্র স্পিনারদের দিয়ে বল করানোর রেকর্ড ছিল ওমানের। চলতি বছর যুক্তরাষ্ট্রকে ৩৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল ওমান, কোন পেসারের হাতে বল...