ঢাকা: ফিটকিরি ব্যবহারে রয়েছে বিস্ময়কর উপকারিতা, যা স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ এবং গৃহস্থালির কাজে অতুলনীয় সহায়ক। এটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে, যেমন ব্রণ, ছিলাভাব এবং চুলকানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জীবাণু সংক্রমণ রোধেও ফিটকিরি অত্যন্ত উপকারী। এছাড়া, গৃহস্থালিতে বিভিন্ন কাজে এর ব্যবহার সহজ ও ফলপ্রসূ, যা দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিয়ে আসে।জেনে নেয়া যাক ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কেত্বক ও সৌন্দর্যে ফিটকিরি:১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।৬. পায়ের...