স্তন ক্যানসার শুনলেই সাধারণত নারীদের রোগ বলেই ধরা হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, পুরুষেরও স্তন ক্যানসার হতে পারে। তুলনামূলকভাবে বিরল হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি একশো জন স্তন ক্যানসার রোগীর মধ্যে একজন পুরুষ। বাংলাদেশেও এমন বেশ কিছু কেস আছে, কিন্তু এসব ক্ষেত্রে দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে। পুরুষদের শরীরেও অল্প পরিমাণে স্তন টিস্যু বা ব্রেস্ট টিস্যু থাকে। হরমোনের ভারসাম্য নষ্ট হলে বা জেনেটিক কারণে এই টিস্যুতে ক্যানসার কোষ তৈরি হতে পারে। এছাড়া অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, লিভারের সমস্যা, রেডিয়েশন এক্সপোজার এবং বিআরসিএ২ জিনে মিউটেশন থাকলে পুরুষের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। প্রাথমিক পর্যায়ে ব্যথা না থাকলেও শরীরে এই পরিবর্তনগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন- >> নিপল বা তার আশপাশে চুলকানি, লালচে দাগ বা ভেতরে ঢুকে যাওয়া এই উপসর্গগুলো দেখা দিলে...