২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম বগুড়া লেখক চক্রের সদস্য কবি সিকতা কাজলের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৮ টায় বউবাজারস্থ নাজ রেস্টুরেন্টের হল রুমে জন্ম উৎসবে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলারে ব্যুরো চীফ মহসিন আলী রাজু। সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্ম উৎসবে কবি সিকতা কাজলের কবিতা ও কবিতাজীবন নিয়ে কথা বলেন গাবতলী উপজেলা নির্বাচন অফিসার ও নাট্যকর্মি কবির রহমান, গাবতলী পৌরসভার সাবেক কাউন্সিলার হারুন অর রশিদ, গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল হাসান রুহিন, বগুড়া লেখক চক্রের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সহ সাধারণ সম্পাদক এস এম আনিছুর...