ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছেন। ১৫ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন, যেখানে তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোও খেলেন। রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের দলে রাখা হয়েছে তুরস্কে অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপ টুর্নামেন্টের জন্য। এই যুব টুর্নামেন্টে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এর আগে চলতি বছরের মে মাসে রোনালদো জুনিয়রকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা হয়েছিল। ধাপে ধাপে তার এই অগ্রগতি ভবিষ্যতে বাবার সঙ্গে একই মাঠে খেলার সম্ভাবনাকে আরও জোরদার করছে। রোনালদো জুনিয়র ইতিপূর্বে ইতালির...