নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন,“জুলাইয়ের স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত পর্যন্ত জামায়াত বলছিল, তারা অনুষ্ঠানে যাবে, কিন্তু স্বাক্ষর করবে না। তারা ‘পিআর ছাড়া’ স্বাক্ষর করবে না — এ ধরনের কথা আগে এরশাদ বলতেন।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসব মন্তব্য করেন তিনি। জামায়াতকে নিয়ে আরও যা বললেন তিনি, “২০১৪ সালে এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, দুপুরে বলতেন যাব না, রাতে আবার বলতেন যাব। এখন জামায়াতের অবস্থানও তেমনি। কথাবার্তা ও কাজের মধ্যে কোনো মিল নেই।” “স্বাক্ষর অনুষ্ঠানে আমরা জামায়াতের ওপর ভরসা রাখিনি। তাদের দাবিগুলোর সঙ্গে আমাদের কোনো মিল ছিল না, শুধু আইনসংক্রান্ত একটি বিষয়ে মিল ছিল।” “তারা ১০৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে গণভোটের নির্দেশ...