নিষিদ্ধ পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে রাজধানীর পল্টন থানার মামলায় মোহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টিকে (২৮) ৫ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির পুলিশ পরিদর্শক মামলার বাদী শামীম হোসেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এ মাসের ১৭ তারিখে ডিসেন্ট নামে এক গণমাধ্যমে সংবাদ হয়, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা’। সেখানে দেখা...