ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার ফুটবলে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে। তবে সেখানে না হয়ে এখন ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন...