ওয়ানডে ম্যাচে ৫০ ওভারের পুরোটাই করলেন স্পিনাররা। তাতে হয়ে গেলো বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের নাম লেখা হলো ইতিহাসের পাতায়। প্লেয়ার্স লিস্ট দেখেই বোঝা যাচ্ছিল, আজ খেলা হবে স্পিনারদের। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলেই স্পিনারের ছড়াছড়ি। বাংলাদেশ একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানের সাথে চার স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম আর নাসুম আহমেদ। একইভাবে ক্যারিবীয় একাদশেও একজন মাত্র পেসারের সাথে ৪ স্পেশালিস্ট স্পিনার খারি পেইরি (বাঁহাতি), রস্টন চেজ (ডানহাতি অফস্পিনার) , গুদাকেশ মোতি (বাঁহাতি স্পিনার) ও আকিল হোসেন (বাঁহাতি স্পিনার) খেলেছেন। ওই ৪ জনের বাইরেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও বোলিং করেছেন অফব্রেক বোলার অলিক আথানেজে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো, ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের কেউই পেসার নন। মানে পুরো ৫০ ওভার বোলিং করেছেন স্পিনাররা। বিশ্বের কোন মাঠে কোনো ওয়ানডেতে এর...