নিজস্ব প্রতিবেদক: মানুষের মনে নানা ধরনের চিন্তা আসে। কখনো কিছু চিন্তা এতটাই ভয়াবহ হয় যে, তা আল্লাহ, রাসুল (সা.), কুরআন, শরিয়ত কিংবা ইমান সম্পর্কেও সংশয়ের জন্ম দেয়। এতে কেউ কেউ ভয় পেয়ে যান, নিজের ইমান নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। এই ধরনের অবাঞ্ছিত ও অবিনীত চিন্তা মূলত শয়তানের পক্ষ থেকে আসা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। আল্লাহ তায়ালা কুরআনে এ বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছেন: “আর যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও।”(সূরা আ‘রাফ, আয়াত ২০০) এটি শুধু সেইসব মানুষের মধ্যেই বেশি দেখা যায় যারা দ্বীনের পথে চলার চেষ্টা করছেন। যারা গাফেল, গুনাহে লিপ্ত কিংবা আল্লাহকে ভুলে গেছেন, তাদের মনে এসব চিন্তা সচরাচর আসে না। তাই এই ধরনের চিন্তা হওয়াকে ইমানের একটি নিদর্শন হিসেবেই উল্লেখ করেছেন অনেক আলেম। এক সাহাবি রাসুলুল্লাহ...