গত শুক্রবার জুলাই সনদে সই করেছে গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল। তবে এ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, চলতি মাসের মধ্যেই সরকারের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের পথচলার সূচনা হলো। এটি বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। কিন্তু গণভোটের ভিত্তি ও সময় নিয়ে রয়েছে ভিন্নমত। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় আট মাস ধরে কয়েক ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এই কমিশন। এরপর চূড়ান্ত করে জুলাই জাতীয় সনদ। শুক্রবার সেই সনদে আনুষ্ঠানিকভাবে সই করেছে বিএনপি–জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, তা সুসংহত করতে প্রধান উপদেষ্টার আদেশ জারি এবং বাস্তবায়নের...