মিরপুরের বোলিং সহায়হক উইকেটে অন্যান্য ব্যাটাররা সংগ্রাম করলেও রিশাদ হোসেন দেখাচ্ছেন ভিন্ন চিত্র। প্রথম ওয়ানডেতে শেষদিকে নেনে ১৩ বলে খেলেন ২৬ রানের দুর্দান্ত ক্যামিও। এবার দ্বিতীয় ওয়ানডেতে একই ঝড় দেখালেন রিশাদ। অন্যান্য ব্যাটাররা যেখানে পঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে রিশাদ তিনশ’র কাছাকাছি স্ট্রাইকে ব্যাট করে দলকে দুইশোর্ধ্ব রানের পুঁজি এনে দিয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। শেষদিকে ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিশাদ। দুর্দান্ত এই ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পাননি কেউ। ফিফটির কাছে গিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার। ৪৫ রান করেন এই ওপেনার। তবে তার স্ট্রাইকরেট...