একটি সাম্প্রতিক ঘটনার ভাষ্য অনুযায়ী, নয়াদিল্লির এক ২৬ বছরের নারী যখন একটি ল্যাপটপ কিনে, তখন তাকে ‘ভাউচার জেতার’ নামে একটি মেসেজ আসে। বার্তায় ব্যক্তিগত ও ব্যাংক তথ্য চাওয়া হয়; দোকানের নামও মেলে না—এতে সন্দেহ করে তিনি ভুয়া লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকেন এবং ব্লাক থেকে বাঁচেন। ফিশিং লিংক — ব্যাংকের মতো দেখানো মেসেজে থাকা লিংকে ক্লিক করালে তথ্য চুরি। কল মার্জিং — চলন্ত ফোন কলের মাঝে কৃত্রিমভাবে দ্বিতীয় কল যুক্ত করে ওটিপি শুনে নেয়া। ভয়েসমেইল হ্যাক ও স্ক্রিন শেয়ারিং — ব্যবহারকারীর অনুমতি বা অসচেতনে স্ক্রিন শেয়ার করিয়ে তথ্য হাতানো। কিউআর কোড জালিয়াতি — নকল কিউআর কোডের মাধ্যমে দুর্যোগবশত তথ্য ফাঁস করা। ব্যাংক বা ব্যক্তিগত তথ্য কখনও SMS/কল/লিংক দিয়ে দেবেন না। সন্দেহ হলে অফিসিয়াল হটলাইনে নিজে ফোন করে যাচাই...