মিরপুরের পিচ আর তার রঙ নিয়ে কথাবার্তা সমালোচনার স্তর পেরিয়ে হাসি-তামাশায় রূপ নিয়েছে, সে-ও অনেক দিনের কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পরও হাসি-ঠাট্টা চোখে পড়েছে অনেক। মিরপুরের পিচ মানে স্পিন - কথাটাকে বুঝি বেশিই গুরুত্বের সঙ্গে নিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ! এতটাই যে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ৫০ ওভারের ৫০টিই স্পিনারদের দিয়ে করিয়েছে উইন্ডিজ! ৫০ ওভারের ওয়ানডেতে এটাই যে রেকর্ড, তা সম্ভবত আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। এর আগের রেকর্ড ছিল ৪৪ ওভারের, ১৯৯৬ সালে তা করেছিল শ্রীলঙ্কা। আজ ওয়েস্ট ইন্ডিজ নেমেছেই দলে শুধু একজন মিডিয়াম পেসারকে রেখে। সেই বোলার জাস্টিন গ্রিভসকে যে আর বোলিংয়েই আনেনি, সেটা নিয়ে প্রশ্ন তোলারও কোনো উপায় নেই। বাংলাদেশ যে কোনোরকমে ২০০ পার করতে পেরেছে। ৫০ ওভার শেষে রান...