সাম্প্রতিক সময়টা নানা কারণে ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লিগে এখনও চেনা দাপট দেখাতে পারেনি দলটি। কদিন আগে বেতন না পাওয়ায় দল ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, তাতে ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে নেতিবাচক আলোচনা। এমন প্রতিকূল আবহের মধ্যে দারুণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাচ্ছে কিংস। রক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা তারিককে হারানোর পর, দলের শক্তি বাড়াতে ফর্টিস এফসির দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোরকে দলে এনেছে কিংস। কুয়েতের পথে রওনা দেওয়ার আগে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস জানিয়েছেন পরিশ্রমের ফল পাওয়ার আশাবাদ। “আমার ছেলেরা গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের জন্য। মাঠে যদি ওদের সেরাটা দিতে পারে, তাহলে দারুণ কিছু ঘটবে বলে আমার বিশ্বাস।” আগামী...