কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) যৌথভাবে আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনায় পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে সিআইএস এবং এ-প্যাড, যারা যৌথভাবে এই অঞ্চলে মাল্টি সেক্টোরাল প্লাটফর্মগুলোকে সংঘবদ্ধ করার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তাকাহাশি নাওকি এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ-প্যাড বাংলাদেশ এবং সিআইএস কর্তৃক আয়োজিত সামগ্রিক কর্মসূচির প্রশংসা করেন। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক অবদান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ প্রবণ অঞ্চল এ স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষে আলোচনা করেন তিনি। সিআইএস-এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফার স্বাগত বক্তব্যের...