চুলের যত্নে একসময় লম্বা দশ ধাপের রুটিন ছিল জনপ্রিয়। এখন সেই জায়গা নিচ্ছে ‘হেয়ার মিনিমালিজম’। এটা এমন এক জীবনধারা, যেখানে প্রয়োজনের অতিরিক্ত পণ্য বা ধাপ বাদ দিয়ে সহজভাবে চুলের যত্ন নেওয়া হয়। রূপবিশেষজ্ঞ শারমিন কচির মতে, "চুলের যত্নের কিছু ধাপ সবার জন্য অপরিহার্য। আবার কিছু ধাপ সবার না করলেও চুলের স্বাস্থ্য ভালো থাকে।" "চুলের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্যাম্পু ও কন্ডিশনার। এই দুই ধাপ কখনও বাদ দেওয়া যাবে না। শ্যাম্পু চুলের ময়লা ও তেল পরিষ্কার করে, আর কন্ডিশনার চুলকে করে নরম ও মসৃণ"- বলেন শারমিন কচি। শ্যাম্পু করার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করা জরুরি। এরপর চুলের ধরন অনুযায়ী রুটিন পরিবর্তন করা যায়। কারও চুলে তাপ লাগে এমন স্টাইল করলে ‘হিট প্রোটেকশন’ ব্যবহার করা দরকার। আবার কেউ যদি প্রাকৃতিকভাবে...