ঠিক এ কারণেই নাসুম আহমেদকে দলে আনা হয়েছিল। নাসুম তা প্রমাণ করতে সময় নিলেন তিন বল। তিন বলেই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রুর দেখা পাইয়ে দিলেন তিনি। আগের ম্যাচে উইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দিতে বড় অবদান রেখেছিলেন ব্রেন্ডন কিং। আজ সেই তাকে ইনিংসের প্রথম ওভারেই বিদায় করে দিলেন নাসুম। প্রথম বলেই একটা আবেদন তুলেছিলেন। সে আবেদনটা ছিল আলিক এথানেজের বিপক্ষে। তার জোরের ওপর করা বলটা গিয়ে আঘাত হানে তার ভেতরের পায়ে। তবে সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশও রিভিউ নেওয়ার পথে হাঁটেনি। এক বল পর সেই নাসুম আবারও দৃশ্যপটে। এবার খানিকটা ফ্লাইট দিয়েছিলেন বলে। সেটা হাঁটু গেঁড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কিং। সেটা গিয়ে আঘাত করে প্যাডে। আগের আবেদনে সাড়া না দিলেও এবার আঙুল তুলে দেন আম্পায়ার। তবে উইন্ডিজ...