সৌম্য সরকারের মতো আগ্রাসী ব্যাটসম্যান ৪৫ রান করে স্ট্রাইক রেট স্রেফ ৫০.৫৬। আলিক আথানেজের মতো অনিয়মিত স্পিনার ১০ ওভারে দিয়েছেন স্রেফ ১৪ রান। ব্যাটিংয়ের জন্য উইকেট কতটা কঠিন, বোঝা যায় এসব তথ্যেই। অথচ সেই উইকেটেই দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে ব্যাটিং রেকর্ডে নাম লেখালেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রিশাদ। তার ব্যাট থেকে ছক্কা ও চার আসে তিনটি করে। একসময় মনে হচ্ছিল, দুইশর বেশ আগেই থামবে বাংলাদেশ। কিন্তু শেষ দুই ওভারে রিশাদের তাণ্ডবে বাংলাদেশ তোলে ৫০ ওভারে ২১৩ রান। বাংলাদেশের হয়ে এক ওয়ানডেতে অন্তত ২০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংস এখন রিশাদের। লেগ স্পিনিং অলরাউন্ডারের এই ইনিংসের স্ট্রাইক রেট ২৭৮.৫৭। এই সমীকরণে আগের রেকর্ডটি ছিল...