ম্যাচের শুরুটাই একটি ইতিহাস গড়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই প্রান্তেই স্পিন দিয়ে বোলিং শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। এরপর স্পিনই চলতে থাকল। শুধু স্পিন আর স্পিন। ইনিংসের শেষ ওভারটি যখন শেষ করলেন আকিল হোসেন, নিজেদের দলের সীমানা ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসেই অনন্য এক নজির গড়ে ফেলল ক্যারিবিয়ানরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সব ওভারই স্পিন দিয়ে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের প্রায় ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনো দল পুরো ৫০ ওভার শেষ করল স্পিনে। একসময় অবশ্য ৬০ ওভার, ৫৫ ওভারের ওয়ানডে ম্যাচও হয়েছে। তবে আগে কখনোই স্পিন দিয়ে ৪৫ ওভার বোলিংও হয়নি। মিরপুরের স্পিন-স্বর্গে ওয়েস্ট ইন্ডিজ এ দিন একাদশ সাজায় কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই। আগের রাত আড়াইটায় দলের সঙ্গে যোগ দেওয়া আকিল মাঠে নেমে যান ম্যাচ...