মিরপুরের ধীরে ধীরে ঘূর্ণি ধরা উইকেটে একের পর এক উইকেট হারিয়ে যখন বিপাকে বাংলাদেশ, তখন শেষদিকে এসে রিশাদ হোসেন দেখালেন ভয়ডরহীন ব্যাটিংয়ের উদাহরণ। তার ঝড়ো ইনিংসেই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে তুলেছে টাইগাররা। মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুটা ছিল ধীরস্থির, কিন্তু টিকতে পারেননি ওপেনার সাইফ হাসান—মাত্র ৬ রান করে ফিরেন তিনি। এরপর একে একে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয় (১২), শান্ত (১৫) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৭)। ভালো খেলতে থাকা সৌম্য সরকারও পৌঁছাতে পারেননি হাফসেঞ্চুরিতে, আউট হন ৮৯ বলে ৪৫ রান করে। ইনিংসে ছিল ৩টি চারে ও ১টি ছক্কা। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।...