অ্যাশেজের শুরুতে প্যাট কামিন্সের খেলা নিয়ে রয়েছে প্রবল শঙ্কা। শেষ পর্যন্ত যদি ছিটকেই যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক, নেতৃত্বভার পড়বে স্টিভেন স্মিথের কাঁধে। দলটির সাবেক অধিনায়ক বললেন, গুরুদায়িত্বটির জন্য প্রস্তুত তিনি। অনেকদিন ধরে পিঠের চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে কামিন্সের। কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি গত জুলাইয়ে পর থেকে কোনো ধরনের ক্রিকেট না খেলা অভিজ্ঞ পেসার। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে। স্মিথ জানিয়েছেন, কামিন্স এখনও বোলিং শুরু করেননি। তাই এই ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কদিন আগে একই কথা বলেছিলেন কামিন্স নিজেও। যদিও এখন পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে কামিন্সের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে তেমন কিছু হলে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকার কথা বলেছেন স্মিথ। “কামিন্স থাকলে দল আরও ভালো হয়ে...