মানুষের তথ্য প্রয়োজন। আর সেই তথ্যের ‘সোর্স’-এর অভাবে নেই। একসময় তথ্য পেতে বিভিন্ন ওয়েবসাইটে ঢুঁ মারত। কিন্তু সময়ের সঙ্গে তথ্য খোঁজার গন্তব্য বদলে গেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। এখন চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ও গুগলের এআই ওভারভিউস ফিচারের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো ওয়েবসাইটের তথ্যের সমাহার পাওয়া যাচ্ছে। এ কারণে ওয়েবসাইটে দর্শক বা ভিজিটরের সংখ্যা ব্যাপকহারে কমে যাচ্ছে বলে জানিয়েছে উইকিপিডিয়া। অলাভজনক প্রতিষ্ঠান ও উইকিপিডিয়ার মূল সংগঠন ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ বলেছে, গত বছর একই সময়ের তুলনায় তাদের ওয়েবসাইটে ভিজিট বা ট্রাফিক ৮ শতাংশ কমেছে। এর কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন জেনারেটিভ এআই ব্যবহার করে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে। ফলে ‘আমাদের মতো সাইটের লিংকে’ যাচ্ছেন না ভিজিটররা। উইকিমিডিয়া ফাউন্ডেশন নিজেদের ওয়েবসাইটের বট শনাক্তকরণ ব্যবস্থা আপডেটের পরই উইকিপিডিয়ায় মানুষের ভিজিট কমে যাওয়ার বিষয়টি তাদের...