ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংসে পুরো ৫০ ওভারই স্পিনারদের হাতে তুলে দিয়ে তারা গড়েছে বিরল এক বিশ্বরেকর্ড।এর আগে শ্রীলঙ্কা ৪৪ ওভার স্পিনারদের হাতে তুলে দিয়েছিল। এবার তাদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে উইন্ডিজরা। মিরপুরে ঘূর্ণির ঝড়ে নতুন মাইলফলক ছুঁয়ে দিলো সফরকারী দলটি। ১৯৯৬ সালে হয়েছে আগের রেকর্ডটি। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পোর্ট অপ স্পেনে ৪৪ ওভার স্পিন বল করিয়েছিল শ্রীলঙ্কা। ১৯৯৮ সালে কলম্বোয় একই পরিমাণ ওভার নিউজিল্যান্ডের বিপক্ষে করিয়েছিল দলটি। ২০০৪ সালে ফের ৪৪ ওভার স্পিন বোলিং করে তারা; ডাম্বুলায় তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তালিকায় থাকা এর পরের দল ওমান। আল আমেরাতে তারা ৪৩.৩ ওভার স্পিন বোলিং করিয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। এছাড়া নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো পাওয়ার প্লের সম্পূর্ণ ১০ ওভার স্পিনে কাটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।...