মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে যে সমালোচনার আগুন জ্বলছে, তাতে যেন ঘি ঢেলে দিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আজ মঙ্গলবার রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তুলেছে। এই ইনিংসে অভাবনীয় এক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব। ইতিহাসে প্রথমবার কোনো ইনিংসে পুরো ৫০ ওভার বোলিং করলেন পাঁচ স্পিনার। এর আগে কোনো দলই স্পিনারদের দিয়ে ৪৪ ওভারের বেশি করায়নি। ১৯৯৬ সালে এক ইনিংসে স্পিনারদের দিয়ে ৪৪ ওভার করিয়েছিল শ্রীলঙ্কা। ক্যারিবিয়ানদের হয়ে ১০ ওভার বোলিং করে মাত্র ১৪ রানে ২ উইকেট নিয়েছেন অ্যাথানেজ। তিনিই আজ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। যদিও গুড়াকেশ মোতি পেয়েছেন ৩ উইকেট। তবে তিনি খরচ করেছেন ৬৫ রান। বাংলাদেশের ইনিংসে ৮৯ বলে ৩ চার ১...