মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে গেল। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভার করেছেন ৫ স্পিনার। এর অর্থ, ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে পেস বোলার হাত ঘোরালেন না ২২ গজে। এমন না যে তাদের একাদশে পেস বোলার ছিলেন না। জাস্টিন গ্রেভস একাদশে থাকলেও অধিনায়ক শেই হোপ তার হাতে বল তুলে দেননি। ১৯৭১ সালের ৫ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটের পথ চলা শুরু। মিরপুরে আজ হচ্ছে ৪৯১২তম আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ এই পথ পরিক্রমায় ওয়ানডে ক্রিকেটে এমন কোনো ম্যাচ হয়নি যেখানে কোনো পেসার এক ওভারও করেননি। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ সেই রেকর্ড চুরমার করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার করাল...