মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারছিল না। ওয়েনডেতে টেস্ট সূলভ ব্যাটিং করছিলেন বাকিরা। সেখানেই বিপরীত চিত্র দেখা গেল রিশাদ হোসেনের ব্যাটিংয়ে। মিরপুরে ব্যাটিং ঝড় তুলে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করেছেন ৯ জন ব্যাটার। এর মধ্যে ছয় জনের স্ট্রাইকরেটই ছিল ৫০ এর ঘরে। তিনজন ৫০ ছাড়ালেও একশ স্ট্রাইকরেট ছুঁতে পারেননি কোনো ব্যাটারা। শেষদিকে নুরুল হাসান সোহানের স্ট্রাইটকরেট ছিল একশর কাছাকাছি ৯৫.৮৩। সোহান ফেরার পরই উইকেটে এসেছিলেন রিশাদ। তিনি উইকেটে এসেই বদলে দেন সব হিসাব-নিকাশ, এমনকি মিরপুরের উইকেটের চিত্রও। চার-ছক্কার ঝড়ে বাংলাদেশের রান যেখানে দুইশ হওয়াই কঠিন হয়ে পড়েছিল সেটিকে তিনি দুইশ ছাড়িয়ে নেন। শেষ পর্যন্ত রিশাদ অপরাজিত থাকেন ১৪ বলে ৩৯ রানে। সমান তিনটি...