ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নিতে হলো নাসুম আহমেদকে। এক বল আগেই ছক্কা হাঁকিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন শেকল ভাঙার। তবে এরপরই বিদায় নিতে হলো তাকে। সাইফ হাসানের পর তিনিও ছক্কা হাঁকানোর ওভারেই বিদায় নিলেন। বাংলাদেশ স্কোয়াডে গতকালই যোগ করা হয়েছিল নাসুম আহমেদকে। তার পরদিনই নেমে পড়তে হলো ‘অ্যাকশনে’। তবে বল হাতে নয়, শুরুটা করতে হলো ব্যাট হাতে। কাজটা মন্দ করেননি। ৩১তম ওভারে ৫ উইকেট খুইয়ে বসার পর ধস সামাল দেওয়ার একটা দায় ছিল। সেটা তিনি পালন করেছেন। প্রথম ২৩ বলে ৬ রান করেছিলেন। এরপরই ‘গিয়ার’ বদলের ইঙ্গিত দিয়েছিলেন। গুদাকেশ মোতির বলে ছক্কা হাঁকান। পরের বলে ডাবল নিয়েছিলেন। তবে এরপর আবারও তাকে আক্রমণ করতে গিয়েই সর্বনাশ করেন নিজের। মোতির বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন খারি পিয়েরের হাতে। ২৬ বলে ১৪ রান করে...