আইআরআই (ওজও) প্রি-ইলেকশন মিশনের প্রতিনিধি দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকায় দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। দলের আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আইআরআইর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা জানিয়েছি, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং চলতি মাসের মধ্যেই আরও ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩শ আসনে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, তাদের পক্ষ থেকে সরকারের নির্বাচনী আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা জানিয়েছি, সরকার...