আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘পুরো ৫০ ওভার খেলতে হবে আমাদের...’। হ্যাঁ, ওয়ানডেতে ৫০ ওভার খেলতেই তো ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ ১১ ওয়ানডেতে মাত্র দুইবার তারা অল-আউট হয়নি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার খেলে বাংলাদেশ তুলল ৭ উইকেটে ২১৩ রান। সৌজন্যে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিং। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে আকিল হোসেনর বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুডাকেশ মোতির ঝুলিয়ে দেওয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে।...