আমার বয়স ৩২ বছর। পেশায় ব্যবসায়ী। আমি সদ্য বিয়ে করেছি। আমার স্ত্রী চাকরিজীবী। আমাদের বিয়েটি হয়েছে আমার বড় ভাবীর চেনাজানার মধ্যে। আমার বড়ভাই বিদেশে থাকায় ভাবী তার ৭ বছরের সন্তান নিয়ে আমাদের সঙ্গে থাকেন। কিন্তু বিয়ের পর এক মাস যেতে না যেতে আমার বড় ভাবী নানাভাবে আমার বউয়ের চাকরি করাকে কেন্দ্র করে জটিলতা তৈরি করছেন। রোজ কোনও না কোনও অশান্তি লেগেই আছে। এখন বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ার বাস্তবতা নেই। আবার রোজকার এই টানাপোড়েনে কারোর ভালো থাকার উপায় নেই। এখন এমন কী করতে পারি যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে? বিয়ের আগে যিনি এই বিয়েতে মধ্যস্থতা করেছেন, তিনিই বিয়ের পর কেন জটিলতা তৈরি করছেন? এর পেছনের কারণটা খুঁজে বের করা সবচেয়ে জরুরি। আপনার ভাবীর সাথে সম্পূর্ণ একা এবং শান্ত পরিবেশে কথা বলুন।...